বঙ্গবন্ধু টানেলে টোলমুক্ত থাকবে পুলিশ ও নৌবাহিনীর গাড়ি

Passenger Voice    |    ০৩:৫৫ পিএম, ২০২৪-০৪-২০


বঙ্গবন্ধু টানেলে টোলমুক্ত থাকবে পুলিশ ও নৌবাহিনীর গাড়ি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের পর থেকে অন্য যানবাহনের সঙ্গে পুলিশ ও নৌ বাহিনীর গাড়িকেও টোল প্রদান করতে হয়েছে। দুর্ঘটনা বা অন্য কোনো অফিসিয়াল কাজে যেতে হলেও টোল পরিশোধ করেই টানেলে প্রবেশ করতে হয়েছে। তবে এখন থেকে টোলমুক্তভাবে চলাচল করতে পারবে ‘অপারেশনাল’ কার্যক্রমের সঙ্গে যুক্ত পুলিশ ও নৌবাহিনীসহ সরকারি সংস্থার গাড়ি যানবাহনগুলো। এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের পর টানেল পরিচালনা কর্তৃপক্ষের সভা শেষে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে বলে জানিয়েছেন টানেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদ।

তিনি বলেন, টানেলের ভেতরে যে কোনো অপারেশনাল কাজের প্রয়োজনে পুলিশ ও নৌবাহিনীসহ যেসব সরকারি সংস্থার গাড়ি টানেলে প্রবেশ করবে, তারা এখন থেকে টোলমুক্ত থাকবে। এ ব্যাপারে মন্ত্রণালয়ে সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত অনুষ্ঠিত এক সভা শেষে টোলমুক্ত থাকার বিষয়টি এরইমধ্যে বিভিন্ন সংস্থাকে জানানো হয়েছে।

জানা গেছে, গত ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু টানেলে জরুরি প্রয়োজনের ২৩টি গাড়ির টোল মওকুফের সুবিধা চেয়ে সড়ক ও সেতু বিভাগে চিঠি দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্তৃপক্ষ। গত বছরের ২৮ অক্টোবর টানেল উদ্বোধনের পরদিন থেকে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। টানেলের সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে নৌবাহিনী। তবে টানেলের অভ্যন্তরে দুর্ঘটনাসহ নানা বিষয়ে আইনগত কাজ করে পুলিশ। উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত টানেলের ভেতরে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অনেকেই। এসব দুর্ঘটনার পর যাবতীয় বিষয় তদারকি করতে পুলিশকে ডাকা হয়। তবে পুলিশের যেসব গাড়ি টানেলে প্রবেশ করে সেগুলোকে দুই দফায় (প্রবেশ ও বাহির হওয়ার সময়) টোল পরিশোধ করতে হতো এতদিন। এখন থেকে এই টোল আর দিতে হবে না।